
ইকবাল ভূইয়া:
নেত্রকোণার আটপাড়া’র ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বানিয়াজান সরকারি সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষা শুরু থেকে অদ্যবদি ৭৫ ব্যাচের সম্মিলিত পূণর্মিলনী উৎসবের উদযাপন কমিটির এক সভা বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে গত১৮ মার্চ শনিবার অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন পূর্ণমিলনী উৎসব উৎযাপন কমিটির আহ্বায়ক জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম।
সভায় নতুন ১ জন সদস্য বর্ধিত করে ২১ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ। ১২১ সদস্য বিশিষ্ট সাধারন পরিষদ। ৫১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ।
প্রতি ব্যাচ থেকে ১১ জন পর্যন্ত সদস্য নিয়ে ব্যাচ প্রতিনিধি পরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহণ ২০২৩ সালের অক্টোবর মাসের শেষ সপ্তাহ পুনর্মিলন -এর সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়। সকল প্রাক্তন শিক্ষার্থীদের স্বামী/স্ত্রী ও সন্তানসহ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ।ঈদুল ফিতরের ২/৩ দিন পর সকল সাধারন পরিষদের সদস্যদের নিয়ে সাধারন সভার সম্ভাব্য সময় নির্ধারণ এবং উক্ত সভায় উপস্থিত সকলের রেজিস্ট্রেশনের মাধ্যমে পুনর্মিলনের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরুর সিদ্ধান্ত, নির্বাহী পরিষদের আহবায়্যক ও যুগ্ম আহবায়কদের সমন্বয়ে ৭ সদস্য বিশিষ্ট ক্রয় কমিটি
মাজহারুল ইসলাম (আহবায়ক), মোঃ কবির খান (সচিব ২- সার্বিক) এবং মোঃ জসিম উদ্দিন (আহবায়ক- অর্থ ও আইসিটি উপ-কমিটি) এই ৩ জনের পরিচালনায় সোনালি ব্যাংক, আটপাড়া শাখায় একটি ব্যাংক হিসাব এবং একটি বিকাশ ও একটি রকেট হিসাব খোলার সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য যে সাধারন পরিষদ এবং ব্যাচ প্রতিনিধি পরিষদ থেকে দক্ষতা, অভিজ্ঞতা ও বর্তমান অবস্থান বিবেচনায় নিয়ে উপ-কমিটি গঠন করা হবে।সভায় আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গ্রহন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক ও বর্তমান প্রধান শিক্ষক মো কামাল উদ্দিন খান প্রমূখ।