
ইকবাল ভূইয়া:
নেত্রকোণার আটপাড়ায় নিজস্ব তহবিলে ব্যক্তিগত উদ্যোগে রাশিদ খন্দকার আশ্রয় প্রকল্পের
রাশিদ পল্লী নির্মানের উদ্যোগ নিয়েছে ইঞ্জিনিয়ার খন্দকার ইমন।
বাস্তবিক পক্ষেই যারা বিটা মাটি হীন শুধু মাত্র আটপাড়া উপজেলার বাসিন্দাদের জন্য মুনসুরপুর বাজার সংলগ্ন এলাকায় এই পল্লী নির্মিত হচ্ছে।
প্রকল্প সূত্রে জানা যায়, অসহায় ভিটে মাটি নাই যে সকল পরিবারের তাদের মাথাগোজার বন্দোবস্ত করছেন এই প্রকল্পের প্রতিষ্ঠাতা এলাকায় ক্লিজ ইমেজের অধিকারী ইউনিয়নের দক্ষিন মুনসুরপুর নিবাসী মরহুম খন্দকার আব্দুর রাশিদ সাহেবের সুযোগ্যপুত্র ইন্জিনিয়ার খন্দকার ইমন।
ইমন জানান, আমার সামর্থ্য অনুযায়ী অসহায় একেকটি পরিবারের জন্যে একটি সেমি-পাকা ঘর, বাথরুম এবং একটি টিউবওয়েল নির্মান করা হচ্ছে। তিনি আরো জানান, একেকটি ঘরে মোট খরচ ধরা হয়েছে একলক্ষ পাঁচ হাজার টাকা এবং মোট একশটি ছিন্নমূল পরিবারের জন্যে বাসস্থান নির্মাণ করে দেওয়া হবে।