
ইকবাল ভূইয়া :
নেত্রকোণার আটপাড়ায় ২১শে মার্চ মংগলবার পবিত্র মাহে রমজানের দাওয়াত ও পবিত্রতা রক্ষায় এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ইমাম ও ওলামা পরিষদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও এই মিছিল অনুষ্ঠিত হল।আটপাড়া ঈদগাঁ মাঠ হতে শুরু হয়ে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এসে মিছিলটির সমাপ্তি করা হয়।
মিছিল সে নেতৃবৃন্দ পবিত্র রমজানের পবিত্রতা রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ইমাম ও ওলামা পরিষদের সভাপতি মাওঃ মফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাও:মাহবুবুল হক,সিনিয়র সহসভাপতি মাওঃ আজিজুর রহমান, সহ সভাপতি মুফতি গোলাম কিবরিয়া, সহ সভাপতি মাও:গিয়াস উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মুফতি জহিরুল ইসলাম, প্রচার সম্পাদ মাওঃ মো মোফাজ্জল হোসেন, বিভিন্ন মসজিদের ইমাম,মাদ্রাসার শিক্ষক/ছাত্র, ও এলাকার ধর্মপ্রান মুসলমান গন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মাহে রমজানের পবিত্রতা রক্ষায় পরিষদে বক্তব্য শুনে সহযোগিতার আশ্বাস দেন।