আটপাড়া প্রতিনিধি :
নেত্রকোণার আটপাড়ায় মহেশ্বরখিলা ও রামকৃষ্ণপুর যুব সমাজের উদ্যেগে বিশ্বশান্তির মঙ্গলার্থে ২ দিনব্যাপি (১৬ প্রহর) হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে মধ্যদিয়ে ২ দিনব্যাপি শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞানুষ্ঠানের শুভারম্ভ হয়। বলে জানিয়েছেন হরিনাম সংকীর্তন কমিটির নেতৃবৃন্দ।
সোম ও মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয় শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন।
রোববার রাত ৮টায় আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের মহেশ্বরখিলা গ্রাম সংলগ্ন মগড়া নদীর তীরে সংকীর্তন মঞ্চে আটপাড়া উপজেলার নারায়ণপুর গ্রামের রঞ্জিত পাল ও তার দল অধিবাস দিবসের কীর্তন পরিবেশন করেন।
সোম ও মঙ্গলবার রাতে নাম সুধা পরিবেশন করেন নীলফামারীর শ্রী হরি সম্প্রদায়, পঞ্চগড়ের গৌড় নিত্যানন্দ সম্প্রদায়, নেত্রকোণার শ্রী কৃষ্ণ সারথি সম্প্রদায়, আটপাড়ার নব নারায়ণ সম্প্রদায়, কেন্দুয়ার শ্রী অদ্বৈত মহা প্রভু সম্পাদনা, আটপাড়া উপজেলার মহেশ্বরখিলা গ্রামের শ্রী মহেশ্বর সম্প্রদায়, মঙ্গলবার মহাপ্রভুর ভোগরোগ ও মহা প্রসাদ বিতরণ করা হয়।
মঙ্গলবার মহাযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. মানিক মহলানবীশ, সহ-সভাপতি সনৎ সোম, উপদেষ্টা সুজিত মহলানবিশ প্রমুখ। সাধারণ সম্পাদক মনিন্দ্র বর্মণ, সাংগঠনিক সম্পাদক সুব্রত ঘোষ, সহ- সাংগঠনিক সম্পাদক পাপাই সোম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, নেত্রকোণা - ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার মোড়, নেত্রকোণা সদর, নেত্রকোণা-২৪০০। ফোনঃ ০১৭৩৫-০৭৪ ৬০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫-৮৮ ৪০ ৫০, ই-মেইল: netrokonajournal@gmail.com
সম্পাদক কর্তৃক এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা থেকে সম্পাদিত ও প্রকাশিত..... [সর্বাধিক পঠিত নেত্রকোণার একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম]