রাজেশ গৌড়ঃ
শিশুদের পাঠাভ্যাস বৃদ্ধি ও আত্মজাগরণে মঙ্গলবার দুপুরে বিরিশিরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে পঞ্চাশটি মননশীল বই বিতরণ করা হয়।
এসময় স্কুলটির প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন ভুইয়া, সহকারি প্রধান শিক্ষক মো. আজিজুর রহমান, সহকারি শিক্ষক এসএম হুমায়ুন কবির, কবি এনামূল হক পলাশ, জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকার উপস্থিত ছিলেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও সময় প্রকাশন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, সময় প্রকাশন ও আগামী নেত্রকোণা চ্যাপ্টারের সহায়তায় এবং জলসিঁড়ি পাঠকেন্দ্রের সমন্বয়ে এ বইগুলো বিনামূল্যে বিতরণ করা হয়।
নেত্রকোণা সদর ও দুর্গাপুর উপজেলায় দশটি স্কুলে ডা. লুৎফর রহমানের লেখা উন্নত জীবন নামক পাঁচশত বই বিতরণ করা হবে। তারপর পাঠ প্রতিক্রিয়া মূল্যায়ন করে সেরা বিশজন পাঠককে পুরস্কৃত করা হবে।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা ইসলাম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত