রাজেশ গৌড়ঃ
আজ ২১ ডিসেম্বর ২০২৩, ইয়ুথ কেয়ার চ্যারিটি ফাউন্ডেশনের আয়োজনে, খুজিউড়া এস ডি এ মিশন স্কুল দুর্গাপুরে আদিবাসী বেকার যুবক যুবতী দের গবাদিপ্রাণী পালন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে ইয়ুথ কেয়ার চ্যারিটি ফাউন্ডেশনের সভাপতি অন্তর হাজং এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: ইদ্রিস আলী সরকার তিনি বেকার যুব দের বিভিন্ন প্রশিক্ষণ গ্রহন করে কিভাবে বেকারত্ব দূর করা যায় সেই বিষয়ে কথা বলেন।
অন্তর হাজং বলেন প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগান কে বাস্তববায়ন করতে হলে আমাদের বেকার যুব দের বিভিন্ন বিষয়ে দক্ষ হতে হবে আমরা যারা প্রান্তিক আদিবাসী যুগের সাথে তাল মিলাতে আমাদের প্রযুক্তির ব্যবহার শিখতে হবে।
বসত বাড়ীতে অল্প পুজি দিয়ে হাস মুরগি গরু ছাগল পালন করে স্বাবলম্বী হওয়া সম্ভব সেজন্য সরকারি সুযোগ সুবিধা এবং বিভিন্ন প্রতিষ্ঠান হতে লোন নিয়ে আমরা যুবক যুবতী রা আত্মকর্মসংস্থান করতে পারি। গবাদিপ্রাণী প্রশিক্ষক রুপিন্দ্র হাজং গবাদি প্রানীর বিভিন্ন রোগ বালাই ও টিকা নিয়ে আলোচনা করেন।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত