
আনন্দ রক্তদান ফাউন্ডেশন-এর পক্ষ থেকে দেশের সকল স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার, রক্তদাতা ও সকল স্তরের মানুষকে জানাই পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সহ-প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আতাউর রহমান হিল্লোল ও সুমন আহমেদ।
তারা শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ হোক সবার, আনন্দ হোক ভাগাভাগি। গড়ে উঠুক প্রীতি-সম্প্রতি, ভালোবাসার অটুট বন্ধন। বয়ে যাক আনন্দ-উল্লাস আর উচ্ছাসের বাঁধভাঙা জোয়ার।
উঁচু-নিচু, আমির-ফকির আর ধনী-গরিবের ভেদাভেদ ভুলে গিয়ে মানবিক ঈদ উৎযাপন হোক এটাই প্রত্যাশা।
ঈদ মোবারক!