আন্তর্জাতিক ইসলামিক স্কলার ড. মুহাম্মদ শহীদুল্লাহকে নেত্রকোণায় সংবর্ধনা
কাওসার খান রনিঃ
আন্তর্জাতিক ইসলামিক স্কলার ও পিস লিডার ড. মুহাম্মদ শহীদুল্লাহ এঁর সুইডেনের স্টকহোমে ইন্টারন্যাশনাল পিস কনফারেন্সে সম্মানসূচক ওয়ার্ল্ড পিস অ্যাওয়ার্ড-২০২৩ অর্জন করায় তাঁকে নেত্রকোণায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এই সংবর্ধনা দেয় নেত্রকোণার স্বেচ্ছাসেবী সংগঠন আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ।
ফাউন্ডেশনটির চেয়ারম্যান দিলওয়ার খান এর সভাপতিত্বে ও নেত্রকোণা জার্নালের সম্পাদক মুহা. জহিরুল ইসলাম অসীম এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা আঞ্চলিক কাওমি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক ম কিবরিয়া চৌধুরী হেলিম, এম. মুখলেছুর রহমান খান।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এআরএফবির সেক্রেটারি চন্দন নাথ চৌধুরী, সদস্য হিমাংশু কুমার দেবনাথ, পরিচালক কাওসার খান রনি, সাংবাদিক বিপ্লব গজনবী, হানিফুল্লাহ আকাশ, দেলোয়ার হোসেন মাসুদসহ অনেকেই।