নেজা ডেস্ক রিপোর্ট :
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ২০২২-২৩ অর্থবছরে যুব কল্যাণ তহবিলের অনুদানে নেত্রকোণায় এআরএফবি মৎস্য চাষ প্রকল্পে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।
শনিবার (১২ আগস্ট) দুপুরে সদর উপজেলার বামনমোহা গ্রামে প্রকল্পের নির্ধারিত পুকুরে পোনা মাছ অবমুক্ত করে প্রকল্পের উদ্বোধন করেন নেত্রকোণা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হারুন-অর-রশীদ।
এসময় উপস্থিত ছিলেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর অরুনাভ দেবনাথ, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আলহাজ্ব এম. মুখলেছুর রহমান খান, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক (মৎস্য) এমদাদুল হক, এআরএফি'র চেয়ারম্যান দিলওয়ার খান, সেক্রেটারি চন্দন নাথ চৌধুরী, পরিচালক কাওসার খান রনি, শামীম আহমেদসহ অনেকেই।
এআরএফবির চেয়ারম্যান দিলওয়ার খান বলেন, যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আমিষের চাহিদা পুরণের লক্ষ্যে যুব কল্যাণ তহবিলের সহায়তায় আমরা এই প্রকল্প হাতে নিয়েছি।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত