
নেত্রকোণা প্রতিনিধিঃ স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ও তার সহধর্মিণীর রোগ মুক্তির কামনায় নেত্রকোণায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোণায় আজ বিকাল বাদ আছর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান ও তার সহধর্মিণীর রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য আব্দুল ওয়াদুদ কালাম।
জানা যায়, গত ০৪.০৯.২০২০ তারিখ কভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ও তার সহধর্মিণী। এরই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে বিভিন্ন এলাকায় তাদের রোগ মুক্তির কামনায় দোয়া পড়ানো হয়।সেই ধারাবাহিক হিসেবে আজ নেত্রকোণায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য আব্দুল ওয়াদুদ কালাম এর নেতৃত্বে নেত্রকোণা বড় রেলওয়ে জামে মসজিদে মিলাদ ও দোয়া পড়ানো হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিছবাহ উদ্দিন খান আছাদ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।