আবদাল খাঁর স্বপ্ন পুরণ করতে ইউএনও’র আশ্বাস
আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোণার পূর্বধলায় আবদাল খাঁর জীবনের ইচ্ছা পূরণ হতে চলেছে। নতুন একটি ঘরের আকুতি জানিয়ে ছিলেন তিনি। অবশেষে সেই ইচ্ছা বাস্তবায়ন হতে যাচ্ছে।
গত ১৮ সেপ্টেম্ব ২০২৩ ইং রোজ সোমবার দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় সংবাদ প্রকাশের প্রেক্ষিতে ৯ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে সাথে নিয়ে উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা উত্তরা পাড়া গ্রামে আবদাল খাঁ বিউটি আক্তার দম্পতির বাড়ি পরিদর্শন করে ঘর ও পুর্নবাসন সহায়তার আশ্বাস দেন।
জানা গেছে, আবদাল খাঁ ও বিউটি আক্তার প্রতিবন্ধী ছেলেসহ ৪ সন্তান ৬ সদস্যের পরিবার নিয়ে দারিদ্র সীমার নিচে মানবেতর জীবনযাপন করছেন। পৈত্রিক সূত্রে পাওয়া মাত্র ১ শতাংশ জমিতে একটি ভাঙাচোরা ঘরে সন্তানদের নিয়ে কোনরকমে বসবাস করছে এই দম্পত্তি। নিজের জমি না থাকায় অন্যের জমিতে কাজ করে কষ্টার্জিত টাকা দিয়ে সংসার চালাচ্ছেন। অর্থাভাবে সন্তানদের চিকিৎসা ও লেখাপড়ার খরচ চালাতে পারছেন না। তার জীবনের শেষ ইচ্ছা সন্তানদের নিয়ে থাকার জন্য একটি ঘর।
আবদাল খাঁ ও বিউটি আক্তার জানান, ইউএনও স্যার আমাদের বাড়িতে এসেছেন এবং একটি ঘরের ব্যবস্থা করে দেয়ার কথা বলেছেন। নতুন ঘরে পেলে ছেলেদের নিয়ে সুন্দরভাবে থাকতে পারবো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমি আবদাল খাঁর বাড়িতে গিয়ে ঘরটি পরিদর্শন করেছি। অসহায় আবদাল খাঁর বসত ঘরটি জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তার ভেঙে যাওয়া ঘরটি নতুন করে তৈরির উদ্যোগ গ্রহণ করেছি এবং পুর্নবাসনের জন্য প্রয়োজনীয় সহযোগিতাও করা হবে। আশা করছি নতুন ঘরে তারা স্বাভাবিক জীবনযাপন শুরু করবে।