আবারও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নেত্রকোণার ছেলে অধ্যাপক আব্দুল হান্নান
নেজা ডেস্ক রিপোর্টঃ
স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন রেজিস্ট্রার হিসেবে আবারও যোগ দিয়েছেন।
সোমবার (১ এপ্রিল) অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নানের হাতে নিয়োগপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান প্রমুখ।
আব্দুল হান্নান ১৯৫৬ সালের পহেলা অক্টোবর নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮০ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নেন এবং ১৯৯০ সালে এফসিপিএস সার্জারিতে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাভ করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে যোগ দেওয়ার আগে ১৯৮২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বিভিন্ন উপজেলা হেলথ কমপ্লেক্স, মেডিকেল কলেজ ও স্বাস্থ্য অধিদফতরের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
আব্দুল হান্নান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), সোসাইটি অব সার্জন্স অব বাংলাদেশ-এর সদস্য এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স-এর (বিসিপিএস) আজীবন সদস্য। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।