আমরা ভোটার তৈরি করবো, কিন্তু তার আগে মানুষ হিসেবে তৈরি হতে হবে: ডঃ ফারুকী

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪

নেজা ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ডঃ সামিউল হক ফারুকী বলেছেন, “বিজয় সংখ্যানুপাতের উপর নিশ্চিত হয়নি বরং ইমান, নৈতিকতা ও সৎ নেতৃত্বের কারণে ইসলামের বিজয় নিশ্চিত হয়েছে। আমরা দুনিয়ায় সফলতার জন্য কাজ করি, কিন্তু এটা আমাদের মূল মাকসাদ নয়, আমাদের মূল মাকসাদ হচ্ছে আখেরাতে জান্নাত লাভ করা। জামায়াতে ইসলামী বিজয় লাভ করে ক্ষমতায় গেলো, কিন্তু আমি জান্নাত লাভ করিনি, তাহলে আমার লাভটা কি? অন্যতায় জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলো না, কিন্তু আমি এই কাজ করে জান্নাতে গেলাম তাহলে জামায়াতে ইসলামী ক্ষমতায় না গেলে আমার অসুবিধা কি? কাজেই আমাদের জান্নাতের আশায় কাজ করতে হবে। যারা জান্নাতের আশায় কাজ করবেন তারাই হবেন জামায়াতে ইসলামীর প্রকৃত কর্মী।

শনিবার (২ নভেম্বর) সকালে নেত্রকোণা আদর্শ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৫-২৬ সেশনের জন্য নেত্রকোনা জেলা শাখার নবনির্বাচিত আমিরের শপথ ও উপজেলা প্রতিনিধিদের মাধ্যমে জেলা শুরা সদস্য নির্বাচনের লক্ষ্যে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, আমরা ভোটার তৈরি করবো ঠিক, কিন্তু তার আগে মানুষকে মানুষ হিসেবে তৈরি করতে হবে। এ আন্দোলন জানার ও মানার আন্দোলন। ইসলামী আন্দোলনের চুড়ান্ত সফলতা হলো জান্নাত, আমাদের জান্নাত লাভের আশায় পাগলপারা হয়ে কাজ করতে হবে।

নব নির্বাচিত জেলা আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক মোঃ মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, নেত্রকোণা জেলার সাবেক আমির ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক, জামালপুর জেলার সাবেক আমির ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য নাজমুল হক সাঈদী, জামালপুর জেলা আমির মাওলানা আব্দুস সাত্তার, নেত্রকোণা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন সাইফুল, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা।

এছাড়াও জেলা কর্মপরিষদ সদস্য, উপজেলার আমির ও জেলা শুরা সদস্য, জেলার রুকনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, গত ৪ অক্টোবর জেলার ৪ শতাধিক রুকনদের গোপন ভোটে জেলা আমির নির্বাচন অনুষ্ঠিত হলে এর ফলাফল ঘোষিত হয় ২৪ অক্টোবর। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমান সারা দেশের ৭৮ টি জেলা ও মহানগরীর আমিরের নাম ঘোষণা করেন। এতে নেত্রকোনা জেলা আমির হিসেবে অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের নাম ঘোষণা করা হয় । নিয়ম অনুযায়ী জেলা আমিরকে জামায়াতের কেন্দ্রীয় আমির বা তার প্রতিনিধির কাছে শপথ গ্রহণ করতে হয়। এই শপথ অনুষ্ঠানের জন্য আয়োজিত রুকন সম্মেলনে মহিলা রুকনসহ প্রায় ৪ শতাধিক রুকনের উপস্থিতিতে জেলা আমিরকে শপথ পাঠ করান। শপথ অনুষ্ঠানের পর জেলা শুরা সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়।