আলোর পথে সাধারণ পাঠাগারের একযুগ পূর্তিতে ইফতার মাহফিল ও পুনর্মিলনী

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৫

নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণা সদর উপজেলার আলোর পথে সাধারণ পাঠাগার’ তাদের এক যুগ পূর্তি উপলক্ষে এক বিশেষ ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ মার্চ) উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের পলাশহাটি বাজারে অবস্থিত পাঠাগার প্রাঙ্গনে এই’ আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ডের মেম্বার কোখন তালুকদার, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক মেম্বার খাজালী মিয়া, ফাউন্ডিং মেম্বার শফিকুল ইসলাম নান্টু, আসাদুজ্জামান পিন্টু ও ইমরান হুসেন।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম আন্জু মাস্টার, মজনু মিয়া, আলামিন, পাঠাগারের প্রতিষ্ঠাতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব খাইরুল ইসলাম। দোয়া পরিচালনা করেন হাফেজ শফিকুল ইসলাম ও পলাশহাটি জামে মসজিদের ইমাম আশরাফুল ইসলাম। পরিশেষে ইফতার পরিবেশনের মাধ্যমে এ মিলনমেলা সম্পন্ন হয়।

আলোর পথে সাধারণ পাঠাগারের এ উদ্যোগ এলাকার জ্ঞানচর্চা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।