আল-ইসলাহ ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ
নেজা ডেস্ক রিপোর্টঃ
প্রতি বছরের মতো এবারও আল-ইসলাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় ফাউন্ডেশনের কার্যালয় সংলগ্ন ময়দানে এই উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মুফতি মাহবুবুর রহমান (আবুল বাশার)।
এসময় তিনি বলেন, “পবিত্র রমজানের সিয়াম সাধনার পর ঈদ-উল-ফিতর খুশির বার্তা নিয়ে আসে। এ আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে আল-ইসলাহ ফাউন্ডেশন সুবিধাবঞ্চিতদের জন্য ঈদ উপহার বিতরণের উদ্যোগ নিয়েছে।” তিনি আরও জানান, ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশনটি সমাজের বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা, শীতবস্ত্র বিতরণ, আর্থিক সহায়তা এবং দুই ঈদে উপহার সামগ্রী বিতরণসহ নানা মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ফাউন্ডেশনের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, “শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ ও আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বহুমুখী প্রকল্পের মাধ্যমে ফাউন্ডেশন সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
তিনি সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের এ ধরনের মানবিক কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আরিফুল হক জানান, “শিগগিরই আমরা শিক্ষা কার্যক্রম, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, কর্মসংস্থান সৃষ্টি ও চিকিৎসা সহায়তা কর্মসূচি চালু করবো ইনশাআল্লাহ। মানবতার কল্যাণে আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “আল্লাহ কুরআনে বলেছেন, ‘তোমরা ভালো কাজে সহযোগিতা করো।’ আমরা এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করি। পরকালের মুক্তির জন্যই আমাদের এই প্রচেষ্টা। আল্লাহ যেন আমাদের এ প্রচেষ্টা কবুল করেন।”
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবকরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদন: [আপনার নাম]
সংবাদ মাধ্যম: [যদি নির্দিষ্ট কোনো সংবাদ মাধ্যম থাকে]
নিউজটি গুছিয়ে তৈরি করে দিয়েছি। আপনি যদি কোনো পরিবর্তন বা সংযোজন চান, তবে জানাবেন।