
নেজা ডেস্ক রিপোর্ট :
আসন্ন মাহে রমজানকে সামনে রেখে বেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে নেত্রকোণার খালিয়াজিরীতে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (১৮ মার্চ) সকালে উপজেলার লেপ্সিয়া বাজারে এই অভিযান করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়।
ভোক্তা-অধিকারের সহকারী পরিচালক ওসমান গনীর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা হাবিল উদ্দীনসহ লেপ্সিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম।
অভিযানে মেহেদী বেকারীকে পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ব্যাবহার না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে মোট ১০ হাজার টাকা, গাউসিয়া মর্তুজা ভান্ডারি হোটেলকে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সরবরাহের জন্য ৬ হাজার, ভাই ভাই স্টোরকে মূল্যতালিকা প্রদর্শন না করার জন্য ৩ হাজার ও সুরঞ্জিত রায় স্টোরকে মূল্যতালিকা প্রদর্শন না করা ও নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রয়ের দায়ে ৪ হাজার টাকাসহ ৪টি প্রতিষ্ঠানকে মোট ২৩,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী পরিচালক ওসমান গনী বলেন, অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে এবং জেলা প্রশাসক, নেত্রকোণা মহোদয়ের নির্দেশনায় খালিয়াজুড়ি উপজেলার লেপ্সিয়া বাজারে সকাল ১১.০০ টায় অভিযান পরিচালিত হয়। অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে মোট ২৩,০০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি কাঁচা বাজার পরিদর্শন ও ব্যাবসায়ীদের মূল্যতালিকা প্রদর্শন, পাকা রশিদ সংরক্ষণের নির্দেশনা দেয়া হয়।