আসাদ নুরের ফাঁসির দাবিতে পূর্বধলায় মানববন্ধন
আসাদ নূর ডাস্টবিনের কীট। সেই আসাদ নূর আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি
পূর্বধলা সংবাদদাতা :
মহানবী হযরত মুহাম্মাদ রসুল ( স:) সম্পর্কে কটুক্তি ও অসালীন মন্তব্য করায় ব্লগার আসাদ নূরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নেত্রকোণার পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার কলেজ রোডে দ্যা হলি কোরআন প্রি ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মাও: ক্বারী মো. আবুল বাশার এম এম, দ্যা হলি কোরআন প্রি ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার পরিচালক মো. আল আমিন শেখ, সহকারী শিক্ষক মাও: ক্বারী মো. রুম্মান, হাফেজ ক্বারী রেজাউল করিম, করিমুল্লা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আসাদ নূর ডাস্টবিনের কীট। সেই আসাদ নূর আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইন্টারপোল পুলিশের মাধ্যমে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমাদের প্রত্যেক মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা তার ফাঁসি চাই।