বাংলাদেশের রাজনীতি এখন রোলার কোস্টারে চড়েছে যেন। রাজপথ উত্তাল, দফা-পাল্টা দফা, কর্মসূচিতে-পাল্টা কর্মসূচিতে সরগরম। তবে হঠাৎ এই ভরা বর্ষায় রাজনীতির রাজপথে নেমে আসার উপলক্ষ্য কিন্তু জনগণ নয়। ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচনী প্রতিনিধি দল এখন বাংলাদেশ সফর করছে। দুই সপ্তাহের সফরে তারা নির্বাচন সংশ্লিষ্ট সব মহলের সাথে বৈঠক করছে। এর আগে মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার তিনদিনের সফরেও আগামী নির্বাচনই ছিল মূল ফোকাস। আর বিভিন্ন রাজনৈতিক দলের মাঠের কর্মসূচির মূল ফোকাস ছিল বিদেশিরা।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা ইসলাম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত