ইউটিউবার পরিচয়ে ভাড়ায় নিয়ে ড্রাইভারকে অচেতন করে অটো নিয়ে উধাও
নিজস্ব প্রতিবেদকঃ
নেত্রকোণায় ইউটিউবার পরিচয়ে অটো ভাড়া করে ড্রাইভারকে অচেতন করে অটো নিয়ে উধাও হয়ে গেছে ৩ চোর। ঘটনাটি নেত্রকোণা কেন্দুয়া সড়কে ঘটে। এব্যাপারে নেত্রকোণা মডেল থানায় অভিযোগ দায়ের করেন গাড়ির মালিক রেজাউল হাসান সুমন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মত সিএনজি রংঙের মিশুক গাড়ি লোটাস ৪ টি ব্যাটারির (পৌরসভার লাইন্সেস নং ৩৯৫ চেসিস নং ২০২৩০৭০১৭৮৬) গাড়িটি ড্রাইভার সৌরভ ওরফে বাদশা মিয়া (২০) গ্যারেজ থেকে নিয়ে ঘটনার দিন দুপুর ১ টার দিকে নেত্রকোণা ঢাকা বাস্ট্যান্ড থেকে ইউটিবার পরিচয়ে অজ্ঞাতনামা তিনজন যাত্রী মদন বাস্ট্যান্ড যায়। পরে সেখান থেকে অতিরিক্ত ভাড়ায় আপ-ডাউন রির্জাভ নিয়ে নিঝুম পার্কে যায়।
পার্কে ঘুরাঘুরি ও ছবি তুলার পর বিকেল সাড়ে ৫ টার দিকে ঐ অজ্ঞাত ব্যক্তিদের কে নিয়ে নেত্রকোণার উদ্দেশে রওনা দেয় ড্রাইভার।
পথিমধ্যে কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে নেমে তারা কিছু খায় এবং অটোর ড্রাইভার সৌরভ কেও খাওয়ায়। এর পর থেকে সৌরভ অচেতন হতে থাকে, পরে সদর উপজেলার মদনপুর শাহ সুলতান কমর উদ্দিন রুমি রহঃ এর মাজারে রেখে অটোরিকশা টি নিয়ে পালিয়ে যায়। পরে মাজার এলাকার স্থানীয় লোকদের কাছ থেকে খবর পেয়ে তাকে উদ্ধার করে এনে নেত্রকোনা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখোজি করে গাড়িটি আর পাওয়া যায় নি।
এবিষয়ে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।