ইফতার আয়োজনে উজ্জীবিত কেন্দুয়ার বিএনপি নেতাকর্মীরা

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৫

মজিবুর রহমান :
প্রায় দীর্ঘ দেড় যুগ পর সারাদেশ ন্যায় নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বিএনপি নেতাকর্মী স্বস্তিকর অবস্থায় রমজান মাসে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করতে পেরে একদিকে যেমন শুকরিয়া প্রকাশ দেখা যাচ্ছে। অন্যদিকে তৃর্ণমূলের নেতাকর্মীরা সক্রিয় ও উজ্জীবিত হচ্ছে।

বিএনপি’র হাইকমান্ডের নির্দেশনা পেয়ে রমজানের শুরু থেকেই কেন্দুয়া পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে বা ইউনিটে ইউনিটে জমজমাট ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে ওয়ার্ড পর্যায়ে শেষে এখন ইউনিয়ন পর্যায়ে আয়োজন চলছে। প্রতিদিনই কোন না কোন ইউনিয়নে ইফতার আয়োজন হচ্ছে। এসব অনুষ্ঠানে আপ্যায়নে এসেছে ভিন্নতা।

একসময় ছোলা-মুড়ি ও ছানাভরা আর খেজুর শরবত থাকতো ইফতার পার্টিতে। সময়ের ব্যবধানে ইফতার পার্টিতে এখন পরিবেশন করা হয় বিরানি। সঙ্গে খেজুর শরবত জুশ ফলফ্রুট থাকে। তৃর্ণমূলের নেতাকর্মী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন। প্রতিটা অনুষ্ঠানে দলের সিনিয়র নেতৃবৃন্দ সবর উপস্থিত থাকতে দেখা যায়। ইফতার ও দোয়া পূর্ব আলোচনায় দলের ঐক্য ধরে রাখা,বিগত দিনের দুর্বিষহ স্মৃতিচারণ, দলের হাইকমান্ডের নির্দেশনা মেনে চলা,দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন,ভোট বাড়ানোর লক্ষে দলের ভাবমূর্তি উজ্জ্বল হয় এমন কাজ করাসহ বিভিন্ন উপদেশ মূলক বক্তব্য প্রদান করেন।

পাশাপাশি অন্যায় অবিচার থেকে বিরত থাকতে দলের নেতাকর্মীদের শপথ করাতেও দেখা যায়। প্রায় ইফতার পার্টি অনুষ্ঠানে নেত্রকোণা জেলা বিএনপি সদস্য সচিব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসন থেকে বার বার মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী দলের দিকনির্দেশনা মূলক বক্তব্যের পাশাপাশি নেতাকর্মীদের অন্যায়-অবিচারে লিপ্ত না হতে প্রতিজ্ঞা করাতেও দেখা যায়। নেতাকর্মীও সানন্দে হাত উঁচিয়ে প্রতিজ্ঞ বদ্ধ হন।

এপ্রসঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু’র সাথে কথা হলে তিনি জানান অন্যান্য মাসের চেয়ে নেতাকর্মী রমজান মাসে বেশ উজ্জীবিত। প্রতিদিন অন্তত উপজেলা জুড়ে ১০/১৫ ইফতার পার্টি আয়োজন হচ্ছে। সিয়াম সাধনার পাশাপাশি বিকাল হলেই একটা উৎসবের পরিবেশে নেতাকর্মীদের মিলনমেলা ঘটে। দলের এই সিদ্ধান্তটি সময়োপযোগী। কারণ দীর্ঘ প্রায় দেড়যুগ ধরে ফ্যাসিস্ট পতিত সরকারের অত্যাচারে ফলে ইফতার আয়োজন তো দুরের কথা আপনজন মারা গেলেও জানাজা অংশ নিতে পারিনি। দীর্ঘদিন পর স্বস্তিকর পরিবেশে ইফতার পার্টি আয়োজন করতে পেরে সৃষ্টিকর্তা কাছে শুকরিয়া। ইফতার পূর্বে রমজানের ফজিলত, দলীয় আলোচনার পাশাপাশি দলের চেয়ারপার্সন, নেতাকর্মী, দেশ-জাতির ও মুসলিম উম্মাহ মঙ্গল শান্তি কামনায় দোয়া করা হয়।

শত ব্যস্ততার মাঝেও আমাদের অভিভাবক নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসন থেকে বার বার মনোনয়ন প্রাপ্ত নেত্রকোণা জেলা বিএনপি সদস্য সচিব,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী সাহেব দলের প্রায় প্রতিটা প্রোগ্রামেই সময় দেন যেকারণে নেতাকর্মীরা উচ্ছ্বসিত।