ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নেত্রকোণায়
নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণায় দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের পক্ষে সংহতি ও বিক্ষোভ মিছিল করে নেত্রকোণার আল-মদীনা কমপ্লেক্স ও নেত্রকোণা ক্বাওমী মাদরাসা শিক্ষা বোর্ড।
আজ শনিবার ১৪ অক্টোবর সকাল ১১ টায় মিছিল টি নেত্রকোণার আল-মদীনা কমপ্লেক্স নাগড়া থেকে শুরু করে থানার মোড় হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে ইসরায়েলি আগ্রাসন বন্ধ কর করতে হবে, বাইতুল মুকাদ্দস মুক্ত কর করতে হবে, ইসরায়েলি নিপাত যাক, ফিলিস্তিনি মুক্তি পাক এ জাতীয় শ্লোগানে মুখরিত ছিল নেত্রকোণার রাজপথ।
মিছিল শেষে আল-মদীনা কমপ্লেক্স নাগড়া, নেত্রকোণা ও নেত্রকোণা ক্বাওমী মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, আল-মদীনা কমপ্লেক্স এর সহকারী পরিচালক মাওলানা মো. আবু সায়েম খান, জামিয়া তাহসীনুল কোরআন নেত্রকোণার মুহ্তামীম মাও. মো. শরীফ উদ্দিন তাং,অধ্যাপক ড. জসিম উদ্দিন, মাও. লুৎফুর রহমান, মাও. মিছবাহুজ্জামান, হাফেজ জাকারিয়া, মাও. মো. শামীম খান, মাও. মো. আ. হালিম, মাও. আবু সুফিয়ান, মুফতি তাজুল ইসলাম, মাও. ওমর ফারুক, মাও. সাইদুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।