রাজেশ গৌড়ঃ
গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। রোববার দুপুরে উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। মিছিলে ইসরায়েলি আগ্রাসন বন্ধ কর-করতে হবে, বাইতুল মুকাদ্দস মুক্ত কর-করতে হবে, ইসরায়েলি নিপাত যাক, ফিলিস্তিনি মুক্তি পাক এ জাতীয় শ্লোগানে মুখরিত ছিল দুর্গাপুর পৌরশহরের সকল রাস্তাঘাট।
পরে ঈদগাহ মাঠে এক সমাবেশে ইত্তেফাকুল উলামা বোর্ডের চেয়ারম্যান আলহাজ¦ মাওলানা জিয়া উদ্দিন সাহের এর সভাপতিত্বে¡ বক্তব্য রাখেন, মউ মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি মামুনুর রশিদ, কাচারী মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ওলী উল্লাহ, ঝানজাইল মুহাদ্দিস জামিয়া শাহিদিয়ার মুফতি হাবিবুর রহমান,কাপাসকাটিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ রুহুল আমিন সিরাজি।
বক্তারা বলেন,ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাই-বোনেরা রক্তে রঞ্জিত হচ্ছেন। মুসলমানদের ব্যথায় ব্যথিত হয়ে আমরা রাস্তায় নেমেছি। দখলদার ইহুদি সাম্রাজ্য অন্যায়ভাবে অবিচার করে চলেছে। আমরা মুসলমান হয়ে ঘরে বসে থাকতে পারি না। ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলের আগ্রাসন ও নৃশংস হত্যার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানদের রুখে দাঁড়াতে হবে। পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে অত্যাচারী দখলদারদের।
সমাবেশ শেষে নির্যাতিত ও হামলায় নিহত মুসলিমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত