ঈদযাত্রায় চালক ও যাত্রীদের সতর্ক করলেন কেন্দুয়া থানার ওসি
মজিবুর রহমান :
আসন্ন পবিত্র ঈদুল ফেতরকে সামনে রেখে মোটরসাইকেলসহ যানবাহনের চালক ও যাত্রীদেরকে সতর্ক করেছেন নেত্রকোণার কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মিজানুর রহমান।
আজ শনিবার দুপুরে “oc kendua” ফেইসবুক আইডি থেকে দীর্ঘ লম্বা একটি পোস্ট করে চালক ও যাত্রীদের সতর্কতা অবলম্বে অনুরোধ জানান তিনি। তাঁর দেওয়া পোস্টটি পাঠকের জন্য হুবাহুব তুলে ধরা হলো- “আসসালামু আলাইকুম, সম্মানিত কেন্দুয়াবাসী আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ যাত্রা শুভ করতে সার্বক্ষণিক সতর্ক অবস্থায় আছে কেন্দুয়া থানা পুলিশ। নিয়মিত চেকপোস্ট ডিউটি ও টহল ডিউটির পাশাপাশি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে উপজেলা প্রশাসন কেন্দুয়ার সাথে সমন্বয় পূর্বক ঈদ যাত্রাকে আরও সুখময় ও দুর্ঘটনা মুক্ত রাখতে ঈদের পূর্ববর্তী দিন, ঈদের দিন ও ঈদের পরবর্তী সময় মোবাইল কোর্ট (বিশেষ করে মোটরসাইকেল চলাচলে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে) পরিচালনা করা হবে। তাই যাতে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে না হয় সেই লক্ষ্যে সকল মোটরসাইকেল চালক ও যাত্রীদেরকে যথাযথ বিধি নিষেধ মেনে যাতায়াত করার জন্য এবং মোটরসাইকেলের ও গাড়ির ড্রাইভিং লাইসেন্সসহ সকল ডকুমেন্ট সাথে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সম্মানিত কেন্দুয়াবাসী, আপনাদের ঈদ যাত্রা শুভ হোক এই প্রত্যাশা করি।
*ঈদ মোবারক*।
অফিসার ইনচার্জ
কেন্দুয়া থানা, জেলা- নেত্রকোণা।