উপজেলা নির্বাচনে আসাদুজ্জামান নয়নের গণসংযোগ

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৪

মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোনা পূর্বধলায় বুধবার বিকালে জারিয়া ইউনিয়নে দেওটুকোন বাজার, ভোটের বাজার, মৌদাম বাজার ও জারিয়া বাজারে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেন উপজেলা চেয়ারম্যান প্রাথী আসাদুজ্জামান নয়ন।

এ সময় তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দলীয় আদর্শে কাজ করে আসছি। বর্তমানে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জনগনের সেবক হয়ে কাজ করার জন্য এখানে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছি। টাকা-পয়াসার লোভ লালসা আমার নেই। আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতেই আমি সন্তোষ্ট। আমি এখন পূর্বধলা উপজেলার মানুষের কল্যাণ ও উন্নয়নের লক্ষে কাজ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার যে ঘোষনা তিনি দিয়েছেন তারই আলোকে পূর্বধলাকেও স্মার্ট পূর্বধলা হিসেবে গড়ে তোলতে চাই। তিনি এই জন্য সবার সহযোগিতাসহ ভোট প্রত্যাশা করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: আইয়ুব আলী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান বকুল,  কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন, জারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল (নান্টু) সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ আবুল কালাম তালুকদার, সাবেক ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন খোকন, আওয়ামী লীগ নেতা মাহবুব আলম কাজলসহ, আওয়ামী লীগের অঙ্গ অসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।