উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক
মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোনার পূর্বধলায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শনে আসেন নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ক্ষুদ্র জাতিসত্তা নৃ-গোষ্ঠীর দুঃস্থ ও দারিদ্রদের এবং নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদানের চেক, গৃহ হস্তান্তর, শিক্ষা বৃত্তির চেক এবং বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে পূর্বধলা উপজেলা আশ্রয়ণ-২ প্রকল্পের একক ঘরে পূর্নবাসিত পরিবারের ১০ দিনব্যাপী পেশাভিত্তিক প্রশিক্ষনের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মো. হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মালেকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।