উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন পারভীন আক্তার
রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার । রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিক, সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী আসগর, পৌর যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাকিব রনি, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গত ১২ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের যুগ্ম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।
উল্লেখ্য গত ৬ নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার স্বেচ্ছায় পদত্যাগ করায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদটি শূন্য হয়।