
এ কে এম আব্দুল্লাহ্ঃ আগামী ১৪ ফেব্রুয়ারী চতুর্থ ধাপে নেত্রকোনা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন।
আওয়ামীলীগ, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা সকাল থেকেই তাদের কর্মি সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
নেত্রকোনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হচ্ছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ্ আল মামুন খান রনি, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়াও কাউন্সিলর পদে ৫২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
রিটার্নিং অফিসার আবদুল লতিফ শেখ জানান, ১৯ জানুয়ারি মনোনয়ন পত্র যাচাই-বাছাই, ২৬ জানুয়ারি প্রত্যাহার, ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দ ও ১৪ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার নেত্রকোনা পৌরসভায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।