এআরএফবি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রে জাতীয় গ্রন্থকার দিবস পালিত
নেজা ডেস্ক রিপোর্টঃ
এ আর এফবি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র সাকুয়া এর উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (০৫ ফেব্রুয়ারি ২০২৫ইং) এআরএফবি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের কার্যালয়ে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
উক্ত র্যালি ও আলোচনা সভায় এআরএফবি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের সভাপতি দিলওয়ার খানের সভাপতিত্ব ও এইচকে বুদ্ধির মুক্তি পাঠাগারের সভাপতি মুহাঃ জহিরুল ইসলাম অসীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ননী গোপাল সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক নেত্রকোনা জেলা প্রেস ক্লাব, সাংবাদিক এম মুখলেছুর রহমান, দৈনিক দিগন্ত এর জেলা প্রতিনিধি সাংবাদিক ফজলুল হক নোমান, এনটিভির ভজন দাস, মাওলানা এমদাদুল হক।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলাকার শিক্ষানুরাগী নানা শ্রেনী পেশার লোকজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমুখ।