একনজরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা জেলার ৫টি আসনের বিস্তারিত ফলাফল

প্রকাশিত: ৭:৩৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৪

নেজা ডেস্ক ‍রিপোর্টঃ
নেত্রকোনার ৫ টি সংসদীয় আসনের মধ্যে ৪ টিতে আওয়ামী লীগ এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ রোববার রাত সোয়া ৯ টায় এক প্রেসব্রিফিং এই ফলাফল ঘোষণা করেছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী ১৫৭ নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে মোট ভোটার ৪,১৮,০৭০ জন, পুরুষ ভোটার ২,১২,৬২৫ জন, নারী ভোটার ২,০৫,৪৪১ জন, হিজড়া ভোটার ৪ জন। এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোশতাক আহমেদ রুহী নৌকা প্রতীকে ১ লাখ ৫৯ হাজার ১৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার ট্রাক প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ২শ ১৯ ভোট। এছাড়াও এই আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকে গোলাম রাব্বানী পেয়েছেন ২৪০৮ ভোট , সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত ছড়ি প্রতীকে আহমদ শফী পেয়েছেন ৫৭৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী আফতাব উদ্দিন ঈগল প্রতীকে পেয়েছেন ৩৬১ ভোট।

৫৮ নেত্রকোণা-২ (নেত্রকোনা সদর- বারহাট্টা) আসনে মোট ভোটার ৪,৬৪,৯১৭ জন, পুরুষ ভোটার ২,৩৩,৭৬৯ জন, নারী ভোটার ২,৩১,১৩৭ জন ও হিজড়া ভোটার ১১ জন। এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু ১ লাখ ৫ হাজার ৩শ ৫৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফ খান জয় ঈগল প্রতীকে ৮৬ হাজার ২শ ৮৭ ভোট পেয়েছেন। এছাড়াও এই আসনে জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম মনোনীত নোঙ্গর প্রতীকে এ, বি, এম রফিকুল হক তালুকদার পেয়েছেন ৩৮৫ ভোট, জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকে রহিমা আক্তার (আসমা সুলতানা) পেয়েছেন ৮৯৭ ভোট, ইসলামী ঐক্যজোট মনোনীত মোঃ ইলিয়াস মিনার প্রতীকে পেয়েছেন ১৩৮৫ ভোট, ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সুব্রত চন্দ্র সরকার পেয়েছেন ৪৪১ ভোট, বাংলাদেশ কংগ্রেস মনোনীত ডাব প্রতীকে আজহারুল ইসলাম খান পেয়েছেন ২৮৮ ভোট।

১৫৯ নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে মোট ভোটার ৩,৯৪,৫১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,০০,৩১৭ জন, নারী ভোটার ১,৯৪,১৮৭ জন, হিজড়া ভোটার
৯ জন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ট্রাক প্রতীকে ৭৬ হাজার ৮শ ৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অসীম কুমার উকিল নৌকা প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ৫শ ৫০ ভোট। এছাড়াও এই আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জসীম উদ্দিন ভূঁইয়া লাঙল প্রতীকে ২৯০ ভোট পেয়েছেন, স্বতন্ত্র প্রার্থী মঞ্জুর কাদের কোরাইশী ঈগল প্রতীকে পেয়েছেন ৫৪৬০ ভোট, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী সোনালী আঁশ প্রতীকে মিজানুর রহমান খান পেয়েছেন ৩২৭ ভোট, ইসলামী ঐক্যজোট মনোনীত মিনার প্রতীকে এহতেশাম সারওয়ার পেয়েছেন ২৮৪ ভোট।

১৬০ নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ, মদন খালিয়াজুড়ী) আসনে মোট ভোটার ৩,৪৯,৬৬৬ জন, পুরুষ ভোটার ১,৭৬,৬৮৯ জন, নারী ভোটার ১,৭২,৯৬৫ জন ও হিজড়া ভোটার ১২ জন। এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান নৌকা প্রতীকে ১ লাখ ৮৮ হাজার ৮৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিয়াকত আলী খান লাঙ্গল প্রতীকে ৫ হাজার ৭শ ১৯ ভোট পেয়েছেন। এছাড়াও এই আসনে জাসদ মনোনীত মুশফিকুর রহমান মশাল প্রতীকে ৬৪৩ ভোট পেয়েছেন, তৃণমূল বিএনপি থেকে সোনালী আঁশপ্রতীকের প্রার্থী আল মামুন
আল মামুন পেয়েছেন ১৭১৫ভোট।

১৬১ নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে মোট ভোটার ২,৭০,৭০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৩৭,৯১৭ জন, নারী ভোটার ১,৩২,৭৮২ জন ও হিজড়া ভোটার ১ জন। এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আহমদ হোসেন ৭৯ হাজার ৬শ ৪৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল ফকির ট্রাক প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ২শ ১৪ ভোট। এছাড়াও এই আসনে তৃণমূল বিএনপি মনোনীত আব্দুল ওয়াহ্হাব হামিদী সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৩৭২ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জামান আজাদ লাঙল প্রতীকে পেয়েছেন ১৬০৬ ভোট, ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ড. আনোয়ার হোসেন পেয়েছেন ৬১৯১ ভোট।

এর আগে গত ২০২৩ সালের ২৬ নভেম্বর বিকেলে সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিন বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে দলটি। এর আগে ২৩ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

এর আগে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে গত ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি রোববার ভোটগ্রহণ, ৩০ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া, ১ থেকে ৪ ডিসেম্বর শুক্রবার থেকে সোমবার মনোনয়ন যাচাই-বাছাই, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হয় ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১৭ ডিসেম্বর রোববার। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করেন ১৮ ডিসেম্বর সোমবার। নির্বাচনী প্রচারণা চলে ১৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং অফিসার ও ৫৯২ জন সহকারি রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। দেশের ৪২ হাজার ভোটকেন্দ্রের ২ লাখ ৬২ হাজার বুথে এবার প্রায় ১১ কোটি ৯৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।