এডাব এর নেত্রকোণা জেলা শাখার কমিটি গঠন : মজিবুর সভাপতি, জামি সদস্য সচিব
কাওসার আলম রনিঃ
অ্যাসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) নেত্রকোণা জেলার শাখার কমিটি গঠন করা হয়।
বুধবার (৩০ আগস্ট) নেত্রকোনা পৌরসভার সাতপাই রুপালী মহিলা উন্নয়ন সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।
সোসিওইকোনমিক এন্ড রুরাল অ্যাডভান্সমেন্ট অ্যাসোসিয়েশন (সেরা) এর নির্বাহী পরিচালক এস, এম মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় আগামী দুই বছরের জন্য ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সেরার নির্বাহী পরিচালক এসএম মুজিবুর রহমানকে সভাপতি, রুপালি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম সহ-সভাপতি, মহিলা সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক কে এম এ জামি সদস্য সচিব, মহিলা উন্নয়ন কেন্দ্র এর নির্বাহী পরিচালক নুরজাহান বেগম সদস্য, আইইডিএস এর নির্বাহী পরিচালক শামীম কবীর সদস্য, নারী নেত্র উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক কামরুন্নাহার লিপি সদস্য ও আরবান এর নির্বাহী পরিচালক সৈয়দ আরিফুজ্জামান সম্মানিত সদস্য নির্বাচিত হন।
এডাব এর সাধারণ সভায় এনজিওদের দক্ষতা ও মান উন্নয়নের জন্য আগামী দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সভায় এডাব এর বিভাগীয় সমন্বয়কারী নুরুল আমিনসহ এডাবের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।