এনসিপি’র ময়মনসিংহ বিভাগের সার্বিক রাজনৈতিক অর্গানাইজারের দায়িত্ব পেলেন প্রীতম

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২৫

নেজা ডেস্ক রিপোর্টঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় অর্গানাইজিং উইংয়ের নতুন দায়িত্বপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে।

এতে ময়মনসিংহ বিভাগের সার্বিক রাজনৈতিক অর্গানাইজারের দায়িত্ব পেলেন প্রীতম সোহাগ। মঙ্গলবার (১৯ মার্চ ২০২৫) দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য যে, এই বিজ্ঞপ্তিতে জাতীয় নাগরিক পার্টির নতুন কমিটিতে বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। ময়মনসিংহ জোনের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল্লাহ হায়দার।

এ জোনের অন্তর্ভুক্ত নেত্রকোণার প্রীতম সোহাগের দায়িত্বপ্রাপ্ত হওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে ইতিবাচক সাড়া পড়েছে। প্রীতম সোহাগ এই বিভাগের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবেন। তার নেতৃত্বে বিভাগের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে আশা সংশ্লিষ্টদের।

জানতে চাইলে প্রীতম বলেন, “আলহামদুলিল্লাহ। পার্টি আমাকে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ৪ টি জেলায় জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক কার্যাবলি অর্গানাইজ করার মতো যোগ্য পার্সন মনে করেই দায়িত্ব অর্পণ করেছে। আমি অবশ্যই আমার জায়গা থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিবো। বৃহত্তর ময়মনসিংহ বিভাগে জাতীয় নাগরিক পার্টি’র ইমেজ উন্নয়ন ও নাগরিকদের সকল আপদে-বিপদে পাশে থেকে তাদের মঙ্গল সাধন এবং রাজনৈতিক ম্যাচিউরিটি অর্জন করাই আমার প্রতিজ্ঞা। সকলের দোয়া চাই।

এছাড়াও অন্যান্য জোনের দায়িত্বপ্রাপ্তরা হলেন— ঢাকা জোন ৩-এর যুগ্ম মূখ্য সংগঠক (কো-অর্ডিনেটর) মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ, সংগঠক খায়রুল কবির (কিশোরগঞ্জ), সাঈদ উজ্জ্বল (কিশোরগঞ্জ) এবং অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী (নরসিংদী)।

ময়মনসিংহ জোনের যুগ্ম মূখ্য সংগঠক (কো-অর্ডিনেটর) সাইফুল্লাহ হায়দার, সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার (ময়মনসিংহ), রফিকুল ইসলাম আইনী (নেত্রকোনা), প্রিতম সোহাগ (নেত্রকোনা) এবং আবুল বাশার (ময়মনসিংহ)।

রংপুর বিভাগের যুগ্ম মুখ্য সংগঠক (কো-অর্ডিনেটর) আসাদুলা আল গালিব, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা (রংপুর), যুগ্ম মুখা সংগঠক আবু সাঈদ লিয়ন (নীলফামারী), সংগঠক রাসেল আহেমদ (লালমিনরহাট) এবং নাজমুল হাসান সোহাগ (গাইবান্ধা) ।