
আব্দুর রহমান:
চলতি বছরে অনুষ্ঠিত সেকেন্ডারী স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) তে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে মায়েদা রহমান মিথি। মেধাবী মিথি ইতোপূর্বে জেএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়েছিল। সে নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকার প্রাথমিক স্কুল শিক্ষক মাহমুদা আক্তার ও মোহাম্মদ মজিবর রহমান এর দুই কন্যার মধ্যে জ্যেষ্ঠ কন্যা।
মিথি ময়মনসিংহ বোর্ডের অধীন নেত্রকোণা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। তার প্রাপ্ত নাম্বার ১১০০।
গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে মায়েদাা রহমান মিথি বলেন, বাবা-মা, শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আমি এই ফলাফল করতে সক্ষম হয়েছি। এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।’ ভবিষ্যতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই এবং সাফল্যের ধারাবাহিকতা যাতে ধরে রাখতে পারি সে জন্য সকলের কাছে আমি দোয়া প্রার্থী।