কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
২৬ শে জুলাই, ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস। ১৯৭১ সালের এ দিনে কলমাকান্দা উপজেলার নাজিরপুর নামক স্থানে পাকিস্থানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে ৭ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। শহীদ বীর মুক্তিযোদ্ধাদের মরদেহ জীবন বাজী রেখে সেদিন বহন করে নিয়ে গিয়ে লেঙ্গুড়া ফুলবাড়ী সীমান্তে ভারতের মেঘালয় ঘেষা ১১৭২ নং পিলার সংলগ্ন স্থানে তাদেরকে সমাহিত করা হয়।
এই শহীদ বীর মুক্তিযোদ্ধারা হলেন, ডা. আবদুল আজিজ নেত্রকোনা, মো. ফজলুল হক নেত্রকোনা, মো. ইয়ার মাহমুদ মুক্তাগাছা, ভবতোষ চন্দ্র দাস মুক্তাগাছা, মো. নুরুজ্জামান মুক্তাগাছা দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস মুক্তাগাছা ও মো. জামাল উদ্দিন জামালপুর।
জেলা প্রশাসক শাহেদ পারভেজ জানান, আজ সকাল ১১.৩০ মি. নাজিরপুর স্মৃতিসৌধে ও ১২.৩০ মি. ফুলবাড়ী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন, বাদ যোহর লেঙ্গুড়া জামে মসজিদে মিলাদ মাহফিল ও অন্যান্য মসজিদ মন্দির গীর্জায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক নাজিরপুর যোদ্ধ দিবস উদযাপন করা হবে।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা ইসলাম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত