ওয়ালটন মিলিয়নিয়ার অফারে ১০ লক্ষ টাকা জিতলেন নেত্রকোণার খোকন মিয়া

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫

নেজা ডেস্ক রিপোর্টঃ
ওয়ালটনের ডিজিটাল লটারির মাধ্যমে ১০ লক্ষ টাকা জিতেছেন নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার সরমুসিয়া ইউনিয়নের সালকি মাটিকাটা গ্রামের মোঃ খোকন মিয়া।

গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তিনি নেত্রকোণা সদর উপজেলার বনুয়াপাড়া মদন বাস স্টেশন এলাকার মর্তুজা মার্কেটে অবস্থিত জেএস ইলেকট্রনিক্স শো রুম থেকে ৩৩,৫০০ টাকা দিয়ে ২২৩ লিটারের একটি ওয়ালটন ফ্রিজ কেনেন।

শো রুমের সত্ত্বাধিকারী মাহবুব আলম তামিমের কাছ থেকে পণ্যটি কেনার পর ডিজিটাল লটারির মাধ্যমে তিনি ওয়ালটনের মিলিয়নিয়ার অফারে নির্বাচিত হন।

আজ ৮ মার্চ নেত্রকোণায় আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান আনুষ্ঠানিকভাবে বিজয়ীর হাতে ১০ লক্ষ টাকার পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ওয়ালটনের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলমসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা।

ওয়ালটনের এই মিলিয়নিয়ার অফার ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়, যেখানে পণ্য ক্রয়ের পর ক্রেতারা ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে লটারিতে অংশগ্রহণের সুযোগ পান।

ভাগ্যবান বিজয়ী মোঃ খোকন মিয়া পুরস্কার পেয়ে আনন্দিত এবং ওয়ালটনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।