কলমাকান্দা প্রতিনিধিঃ
কচু চাষে খরচ কম ও আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে। আনান্য সবজির চেয়ে তুলনামুলক লাভজনক আবাদ হওয়ার কারণে কলমাকান্দা নাজিরপুর সবজি চাষিরা কচু চাষে ঝুঁকছেন।
সবজি হিসেবে কচুর ব্যাপক চাহিদা রয়েছে। কচু চাষে বিঘা প্রতি খরচ হয় ৩৫ থেকে ৪০ হাজার টাকা। বিঘা প্রতি উৎপাদিত কচু বিক্রি হয় ১ লক্ষ ৬০ থেকে ৯০ হাজার। খরচ বাদ দিয়ে ভালো টাকা আয় করছে নাজিরপুর চাষিরা।
চলতি মৌসুমে প্রায় ১০ হেক্টর জমিতে কচু চাষ করা হয়েছে। চাষিরা বিঘা প্রতি খরচ বাদে প্রায় ১ লক্ষ ১০ থেকে ৩০ হাজার টাকা করে লাভ হবে। আগামীতে কচু চাষে চাষিদের উদ্বুদ্ধ করতে নিরলস কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি অফিস।
কৃষক শামসুল হক বলেন, এটেল মাটিতে কচুর চাষ ভালো হয়। তবে দোঁ-আশ মাটিতেও কচুর চাষ হয়ে থাকে। তবে অঞ্চলের দুই ধরনের কচুর চাষ হয় পানি কচু আর লতি কচু। উপজেলা কৃষি অফিস বিনা মূল্যে চারা, সারসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কৃষকদের কচু চাষে উৎসাহ ও পরার্মশ দিয়ে সহযোগীতা করে যাচ্ছেন।
কলমাকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা সাইকুল ইসলাম বলেন, কচু চাষে কী’টনাশক প্রয়োগ করতে হয়না, সাথী ফসল বা সবজি হিসেবেও চাষ করা যায়, খরচ কম ও সহজে বিক্রি করা যায়, লাভও হয় ভালো।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা ইসলাম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত