কবরস্থান থেকে পুরাতন কবর খুড়ে ৪ লাশের কঙ্কাল চুরি

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
নেত্রকোণা-ময়মনসিংহ মহা সড়কের পাশে পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ফকির বাড়ির পারিবারিক কবরস্থান থেকে পুরাতন কবর খুড়ে ৪ টি লাশের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে এই চুরির ঘটনা ঘটে বলে ধারণা স্থানীয়দের। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় শিশুরা কদম ফুল পারতে গিয়ে দেখে চারটি কবর স্থান খুড়া। পড়ে শিশুরা তাদের অভিভাবকদের জানালে তারা এসে দেখতে পায় কবর খুড়া কিন্তু কবরে লাশ নেই। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম ও শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম ও উপ-পরিদর্শক (এস আই) হাফিজুর রহমান সঙ্গীয়ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।

কঙ্কালগুলোর পরিচয়ে জানা যায় মৃত আনোয়ার হোসেন কাশেম ফকির। তিনি প্রায় ১৮ মাস পুর্বে মৃত্যুবরন করেন। মৃত ফাতেমা বেগম, তিনি প্রায় ২ বছর আগে মৃত্যু বরন করেন। মৃত রেনু বেগম, তিনি প্রায় ২ বছর ৬ মাস পুর্বে মৃত্যুবরণ করেন। মৃত জমিলা খাতুন তিনি প্রায় ৭ মাস পূর্বে মৃত্যুবরণ করেন।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি কঙ্কাল চুরির বিষয়টি শুনে সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করেন। রহস্য উদঘাটনের জন্য চেষ্টা চলমান। তিনি জানান অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।