সব
facebook netrokonajournal.com
কবিতা- ‘প্রতিবাদ’ -মোঃ শাহিন আলম | নেত্রকোণা জার্নাল

কবিতা- ‘প্রতিবাদ’ -মোঃ শাহিন আলম

প্রকাশের সময়:

কবিতা- ‘প্রতিবাদ’ -মোঃ শাহিন আলম

‘প্রতিবাদ’
মোঃ শাহিন আলম

যদি আর সূর্য উদয় না হয়!
তবে কি শেষ হবে ধরণী?
হয়তোবা কিছুদিন টিকে থাকবে ধরনী।
সেই টিকে থাকা দিনগুলোতে ও
অন্যায়কে পুড়িয়ে ছাই করা হবে
প্রতিবাদের বারুদ দিয়ে।
যদি সেকেন্ডের পর সেকেন্ড ,
মিনিটের পর মিনিট
দিনের পর দিন
রাতের পর রাত
যুগের পর যুগ
শতাব্দীর পর শতাব্দীও কেটে যায়!
ধরনী থেকে বিলুপ্ত হয়ে যায় আইন,
ধরনী থেকে বিলুপ্ত হয়ে যায় আদালত
ধরনী থেকে বিলুপ্ত হয়ে যায় কারাগার।
তবুও বিলপ্ত হবে না প্রতিবাদ।
তবুও টিকে থাকবে প্রতিবাদ।

যদি অমৃত পান করে কেউ অমর বনে যায়!
যদি অমরত্বের আগুনে সব পুড়ে ছাই হয়ে যায়,
তবে প্রতিবাদের অশ্রুতে সেই আগুন নিভিয়ে
অমরত্বের যম হয়ে অমরকে মৃত্যু চেনাবে।
যদি সত্যকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়!
মানুষের মস্তিষ্ক থেকে প্রতিবাদ শব্দ মুছে ফেলা হয়!
তবে প্রতিবাদের ধারে সেই ফাঁসির রশিটা কেটে
পুনরায় মানুষের মস্তিষ্কে প্রতিবাদ শব্দ সংরক্ষিত করা হবে।

যদি প্রতিবাদকে রুখে দেওয়ার জন্য,
ধরনীর সমস্ত রাইফেল
ধরনীর সমস্ত কামান
ধরণীর সমস্ত নিউক্লিয়াস বোমা
এমনকি গোটা ধরনীটাও সামনে রাখা হয়।
তবুও পিছুপা হবে না প্রতিবাদ
তবুও ভয় পাবে না প্রতিবাদ
তবুও হেরে যাবে না প্রতিবাদ
তবুও দুর্বল হবে না প্রতিবাদ।

বরং সমস্ত কামান, নিউক্লিয়াস বোমা এই ধরণী;
প্রতিবাদের গর্জনে তাসের ঘরের মতো ভেঙে যাবে।
যদি কালো জাদুর মন্ত্র দিয়ে প্রতিবাদকে মাটির নিচে পুতে দেওয়া হয়।
তবে প্রতিবাদ সেই জাদু ভেদ করে লাথি মেরে
মাটি সরিয়ে ফিরে আসবে আবার এই ধরনীতে।

আপনার মতামত লিখুন :

 ফেসবুক পেজ

 আজকের নামাজের ওয়াক্ত শুরু

    নেত্রকোণা, ময়মনসিংহ, ঢাকা, বাংলাদেশ
    রবিবার, ২৬ মার্চ, ২০২৩
    ৪ Rপূর্বাহ্ণadan, ১৪৪৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:৪৩ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৫:৫৮ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১২:০৫ অপরাহ্ণ
    আছরবিকাল ৩:৩১ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৬:১১ অপরাহ্ণ
    এশা রাত ৭:২৭ অপরাহ্ণ
মোঃ খলিলুর রহমান খান কানন এর দুটো কবিতা : আমি এক অন্য মানুষ ও আহত নদী

মোঃ খলিলুর রহমান খান কানন এর দুটো কবিতা : আমি এক অন্য মানুষ ও আহত নদী

কবিতা : বৃষ্টি’র প্রেম গহীনে — কবি মোয়াজ্জেম চৌধুরী

কবিতা : বৃষ্টি’র প্রেম গহীনে — কবি মোয়াজ্জেম চৌধুরী

কবিতা : নারীর সর্বনাশ –মোয়াজ্জেম চৌধুরী

কবিতা : নারীর সর্বনাশ –মোয়াজ্জেম চৌধুরী

কিশোর গল্প:  শেষ সম্বল ✑ মনির চৌধুরী

কিশোর গল্প: শেষ সম্বল ✑ মনির চৌধুরী

কবিতা : “ভুলে গেছি” —-মোয়াজ্জেম চৌধুরী

কবিতা : “ভুলে গেছি” —-মোয়াজ্জেম চৌধুরী

গুণীজন সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন সৈয়দা রাশিদা বারী

গুণীজন সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন সৈয়দা রাশিদা বারী

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
 
উপদেষ্টা সম্পাদক : দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশক : মুহা. জহিরুল ইসলাম অসীম  
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০ ।
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপনঃ ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইল : netrokonajournal@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত।