
বৃষ্টি’র প্রেম গহীনে
—মোয়াজ্জেম চৌধুরী
কবিতাটি উৎসর্গ: নীলাঞ্জনা (ছদ্মনাম)
রাত থেকে আকাশে উন্মাদনা
মেঘ ভেঙ্গে বৃষ্টি হচ্ছে সকাল দুপুর বেলা,
টিনের চালে বৃষ্টির ঝুমঝুমি
ঘুম ভেঙ্গে এই বৃষ্টির দেখা।
বৃষ্টি দেখলেই মনে জাগে প্রেম
ভেজা বারান্দায় দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে দেয়া,
বৃষ্টির জলে শরীরটা
ভিজুক এ বেলায় ।
কতদিন পর মনে প্রাণে উন্মাদনা,
দেখা হয়নি মেঘ বৃষ্টির খেলা,
পাশটিতে এসো, কাছেতে দাঁড়াও
দু’জন মিলে বৃষ্টির ফোঁটায় ফোঁটায়।
হাতে হাত রেখে বৃষ্টির জলে
দু’জনে হারাবো প্রেমের টানে,
ঠোঁটে বৃষ্টির ফোটা লাগছে বেশ
মন চায় হারিয়ে যাই আজ।
রাত হলো থামেনি বৃষ্টি
থাকে যেন সারারাত,
বৃষ্টির আধোলে দু’জনে রেখে হাতে হাত
ভালবাসার বৃষ্টি থাকবে চিরকাল।
গল্প হবে কথা হবে
রিমঝিম বৃষ্টি পড়তে থাকবে,
ঝুমঝুম শব্দে খোলে দেব সব জানালা
কাঁদে রেখে হাত আলিঙ্গনে কথা হবে সারারাত।
যেখানে থাকবে না কোলাহল
থাকবে না কোন বাঁধা,
হোক না বৃষ্টি থামতে কেন হবে
দু’জন হারাবো প্রেমের গহীনে।
লেখক:
মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী
কবি, কলামিস্ট, গবেষক, গনমাধ্যম ও মানবাধিকার কর্মী। মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ।