
ভুলে গেছি
মোয়াজ্জেম চৌধুরী
কোন একদিন মনে হয়
তোমাকে কোথায় যেন দেখেছিলাম
ভুলে গেছি।
চোখে চোখ পড়েছিল মনে হয়
ভুলে গেছি।
পরীক্ষার হলে পাশাপাশি হয়েছিলাম মনে হয়
ভুলে গেছি।
পরিচয় হয়েছিল মনে হয়
ভুলে গেছি।
কথা হয়েছিল দীর্ঘক্ষণ মনে হয়
ভুলে গেছি।
কথার ফাঁকে মায়াজালে বন্ধি হয়েছিলাম মনে হয়,
ভুলে গেছি।
রাজমহলে সফট ড্রিংকস সঙ্গী হয়েছিল মনে হয়
ভুলে গেছি।
জাঙ্গ ফুডও সঙ্গী হয়েছিল মনে হয়
ভুলে গেছি।
অল্পক্ষণটা দীর্ঘক্ষণে পরিনত হয়েছিল মনে হয়
ভুলে গেছি।
যোগাযোগের মাধ্যম দিয়েছিলে মনে হয়
ভুলে গেছি।
তুলে দিয়েছিলাম গাড়িতে মনে হয়
ভুলে গেছি।
মনে হয় বলেছিলাম পৌঁছে জানিও
ভুলে গেছি।
বাসায় পৌঁছে রাত দশটার দিকে কল দিয়েছিলে মনে হয়
ভুলে গেছি।
মায়াবী কন্ঠে কথা বলেছিলে মনে হয়
ভুলে গেছি।
কবিতা আর গান হয়েছিল মনে হয়
ভুলে গেছি।
তুমি গেয়েছিলে গান মনে হয়
ভুলে গেছি।
আর আমি কবিতা বলেছিলাম মনে হয়
ভুলে গেছি।
এভাবেই কেটেছিল কিছুদিন মনে হয়
ভুলে গেছি।
বলা বলি আর জানাজানি হয়েছিল মনে হয়
ভুলে গেছি।
আমি স্বপ্নে দেখেছিলাম মনে হয়
ভুলে গেছি।
তমি বলবে ভালবাসো আমায় মনে হয়
ভুলে গেছি।
স্বপ্ন সত্যি হয়েছিল মনে হয়
ভুলে গেছি।
তুমি বলেছিলে ভালবাসো শুধু আমায়
ভুলে গেছি।