কবি অভিজিৎ দত্ত এর একগুচ্ছ কবিতা
১
স্বাধীনতা
হে স্বাধীনতার রবি
তোমাকে অন্ধকারে নিয়ে যেতে
চেয়েছিল সাম্রাজ্যবাদী শক্তি
নিপীড়িত জনগণ
বুঝলো যখন তোমার মর্ম
ঝাঁপিয়ে পড়লো স্বাধীনতার জন্য।
তবু দুঃখ হয়
যখন দেখি স্বাধীন দেশগুলোর
জনগণ অভুক্ত রয়।
এই স্বাধীনতার জন্যই কী
এতো লড়ায়?
দেশের জনগণ
যদি না থাকে ভালো
তবে সেই স্বাধীনতার কী মূল্য?
আমাকে বুঝিয়ে বলো।
২
কাজী নজরুল ইসলাম
বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম যার
পরবর্তীকালে বিশ্বে ছড়িয়ে পরেছিল
বিপুল নাম-ডাক তার।
কবি তার অসাধারণ লেখনীর জন্যে
প্রিয় হয়েছিল সবার।
যেখানে যত শোষিত মানুষের
উপর হয়েছে অত্যাচার
নজরুলের কলম শোষকের বিরুদ্ধে
গর্জে উঠেছে বারংবার।
সাম্যবাদী,মানবতাবাদী কবির প্রতি
যদি প্রকৃতই শ্রদ্ধা জানাতে চাও
অন্যায়ের বিরুদ্ধে সকলে রুখে দাঁড়াও।
৩
রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ, তুমি সত্যিই ছিলে
এক বিষ্ময়কর প্রতিভা
গান,নাটক, লেখা,ছবি ও কবিতা
সবেতেই ছিল তোমার
বিষ্ময়কর প্রতিভার ছোঁয়া।
তুমি ছিলে বিশিষ্ট শিক্ষাবিদ, দার্শনিক
তুমি ভীষণ ভালোবাসতে প্রকৃতিকে
চেয়েছিলে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য
করে আমাদের গড়ে তুলতে।
তুমি আমাদের আশা ও ভরসা
তোমার গান ও লেখা থেকেই পাই
জীবনে এগিয়ে চলার প্রেরণা।
তাই পঁচিশে বৈশাখ তোমার জন্মদিনে
তোমাকে অন্তর থেকে জানাই
আমার প্রণাম, ভক্তি ও শ্রদ্ধা।
৪
পরিবার
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ
আমাদের পরিবার
যা আমাদের জীবনের আধার
পরিবার ছাড়া জীবন অন্ধকার।
পরিবার থেকেই ভালো-মন্দের
জ্ঞান আসে
একটি শিশুর স্বাভাবিক বৃদ্ধির জন্য
পরিবারকে চাই পাশে।
পরিবার যার নেই
সমাজে সে কত অসহায়
পরিবারের সদস্যদের অন্তরঙ্গতা
শিশুর বৃদ্ধিতে আনে পূর্ণতা।
৫)
পরিবেশ
অভিজিৎ দত্ত
পরিবেশের সঙ্গেই জীবের জীবন
ওতঃপ্রোতভাবে জড়িত
পরিবেশের ক্ষতি হলে
জীবের ক্ষতি হবে ততো।
গরমের সময় মাত্রাতিরিক্ত গরম
ঠান্ডার সময় অতিরিক্ত ঠান্ডা
আবার হঠাৎ,হঠাৎ প্রবল ঝড়ে
প্রকৃতি চারপাশকে লন্ডভন্ড করে।
ভেবে দেখেছো কী এই ব্যাপারটা?
কত ক্ষতি হলে পরিবেশের
ঘটে এই বিপর্যয়টা।
তাই পরিবেশ দিবস পালন করার সাথে,সাথে
কর্মসূচি রূপায়ন সফল করতে হবে সবাইকে।
করতে হবে বছরভর প্রচার ও সচেতনতা
এরসাথে দরকার আইনের কঠোরতা।
লেখক পরিচিতিঃ
অভিজিৎ দত্ত, মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে জন্ম। পিতা স্বর্গীয় রঞ্জন দত্ত ও মাতা গায়ত্রী দত্ত। কবি, শিক্ষক, সাংবাদিক ও সমাজসেবী।।স্কুল জীবন থেকে লেখালেখির শুরু।একাধিক পত্র, পত্রিকায় লিখেছেন বা লিখে চলেছেন। ভারত-বাংলাদেশের যৌথ কাব্যগ্রন্থে এ পর্যন্ত পাঁচটি বই এ তার লেখা বেরিয়েছে।তার নিজস্ব কাব্যগ্রন্থ, কাব্যের ঝংকার, কাব্যের ঝড়,ও কাব্যের ঝর্ণা এবং প্রবন্ধের বই চেতনা ২০২২সালে বেরিয়েছে।২০২৩সালের জানুয়ারিতে দুটি কাব্যগ্রন্থ নির্বাচিত শ্রেষ্ঠ কবিতার সম্ভার ও সেরা কবিতার সম্ভার প্রকাশিত। আগষ্ট মাসে প্রকাশিত কাব্যের তরঙ্গ এবং ডিসেম্বর মাসে প্রকাশিত কাব্যের কলরব।২০২৪-এ কোলকাতার আন্তর্জাতিক বইমেলাই বেরিয়েছে ইংরেজীতে প্রবন্ধের সংকলন Awakening. লেখালেখির ও সমাজসেবামূলক কাজের জন্য একাধিক পুরষ্কার, শংসাপত্র ও সম্মাননা পেয়েছেন ও পাচ্ছেন।