কবি এমদাদ খান এর কবিতা ‘স্বাগতম’
কবি এমদাদ খান এর কবিতা
‘স্বাগতম’
স্বাগতম স্বাগতম্! স্বাগতম স্বাগতম্!
অপরূপা নেত্রকোণায় জানাই সবে স্বাগতম।
রংছাতির নয়নকাড়া পাতলাবনে স্বাগতম
লেঙ্গুরার মনমাতানো মমিনটিলায় স্বাগতম।
নাজিরপুর সাতশহীদের স্মৃতিসৌধে স্বাগতম
বিজয়পুর সাদামাটির পাহাড়েতে স্বাগতম।
টংক শহীদ রাশমণির স্মৃতিসৌধে স্বাগতম
সুসঙ্গের দৃষ্টিনন্দন রাজবাড়িতে স্বাগতম।
সিলিকার সোমেশ্বরী নদীতটে স্বাগতম
অতলান্ত ডিঙ্গাপুতা হাওরেতে স্বাগতম।
রোয়াইলবাড়ির নান্দনিক দুর্গটিতে স্বাগতম
রূপকথার কমলারাণীর দীঘিটিতে স্বাগতম।
কবিগুণের মনোরম কাশবনেতে স্বাগতম
শৈলজার স্মৃতিকেন্দ্র বাহামেতে স্বাগতম।
খালেকদাদ এর আলোকময় আঙ্গিনাতে স্বাগতম
হুমায়ুনের নন্দিত কুতুবপুরে স্বাগতম
নলিনীর স্মৃতিচিহ্ন সাজিউড়ায় স্বাগতম
টিপুশা’র পাগলবাড়ি লেটিরকান্দায় স্বাগতম।
অপরূপা নেত্রকোণায় জানাই সবে স্বাগতম
স্বাগতম স্বাগতম! স্বাগতম স্বাগতম!