আমিরুল ইসলামঃ নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ গ্রামের ঐতিহ্যবাহী তালুকদার পরিবারের মরহুম শাহাব উদ্দিন তালুকদার'র গর্বিত সন্তান শিক্ষানুরাগী জনাব গিয়াস উদ্দিন তালুকদার।
শিক্ষাজীবন শেষ করে শিক্ষার আলোয় আলোকিত মেধাবী ব্যক্তিত্ব গিয়াস উদ্দিন সাহেব কর্মজীবনে প্রবেশ করেন ১৯৭৪ সালে ০১ জানুয়ারী, পঞ্চম দশক আমলের লোক সাহিত্যের গবেষক ও প্রখ্যাত পল্লীকবির স্মৃতি বিজড়িত বিদ্যাবল্লভ নিজ গ্রামের রওশন ইজদানী একাডেমী'র শরীর চর্চা সহকারী শিক্ষক হিসাবে।
ব্যক্তিজীবনে খুব সুখী মনের ও মানের মানুষ। যুবক বয়সে জেলার কৃতী ফুটবলার হিসাবে ব্যাপক পরিচিত ছিলেন, আবেগ আর ভালবাসার টানে কবি রওশন ইজদানী'র লেখার কবিতা, নাটকে বাংলার প্রায় প্রতিটা এলাকায় নাট্যমঞ্চে অভিনয় করে আসছেন। তার সফলতার গল্পে ব্যাপক জনপ্রিয়তায় এলাকার মানুষের সমর্থনে ১৯৯২ সালে হন নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে। একাধারে তিনি চেয়ারম্যান, শিক্ষক সুনামের সাথে দায়িত্ব পালনের এই গুণীমানুষটি রওশন ইজদান একাডেমী'র থেকে ২০১৩ খ্রীঃ অক্টোবর মাসে অবসর গ্রহণ করেন।
জনপ্রিয় এই সুখী মনের অধিকারী সাহিত্য ও সংস্কৃতিমনা প্রেমের মানুষটি এখনো মোটামুটি সুস্থ আছেন। এই সহজ সরল সফল চেয়ারম্যান ও শিক্ষক গিয়াস উদ্দিন সাহেবের সাথে আমার (আমিরুল ইসলাম) কর্মজীবনে ১(এক) বছর চলাফেরার সম্পর্কের টানে এখনো প্রায়ই রওশন ইজদানী একাডেমী'র এর অফিসে এসে বিভিন্ন পারিবারিক আলাপ আলোচনা করেন। আমি ব্যক্তিগতভাবে সফল শিক্ষকের একজন কলিগ হিসাবে তাঁর এই জ্ঞানী ও গুণী মানুষটির সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক- মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, নেত্রকোণা - ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার মোড়, নেত্রকোণা সদর, নেত্রকোণা-২৪০০। ফোনঃ ০১৭৩৫-০৭৪ ৬০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫-৮৮ ৪০ ৫০, ই-মেইল: netrokonajournal@gmail.com
সম্পাদক কর্তৃক এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা থেকে সম্পাদিত ও প্রকাশিত..... [সর্বাধিক পঠিত নেত্রকোণার একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম]