কবি শামীম আশরাফ এর উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন
রাজেশ গৌড়ঃ
ময়মনসিংহের বিশিষ্ট গ্রাফিকস ডিজাইনার, সৃজনশিল্পী-কবিতাকর্মী ও সংগঠক শামীম আশরাফ এঁর উদ্দেশ্যমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বেলা- ১১.৩০ মিনিটে দুর্গাপুরের কবি -সাহিত্যিক,সংস্কৃতিকর্মী ও সামাজিক সংগঠনের কর্মীবৃন্দের সম্মিলিত আয়োজনে দুর্গাপুরে মানববন্ধন করা হয়।
কবি জনপদ চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধন আয়োজনে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ কবি জীবন চক্রবর্তী । অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কবি দুনিয়া মামুন, দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আবু সাদেক, বীর মুক্তিযোদ্ধার সন্তান কবি মাহমুদুল হাসান শাওন, জনপদ প্রাণ ও প্রকৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফাহাদসহ আদিবাসী ব্যক্তিবর্গ, দুর্গাপুরের শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ ।
আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন- একজন লেখক, একজন শিল্পী, একজন কবি শামীম আশরাফের বিরুদ্ধে উদ্দ্যেশমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এ আমাদের শৈল্পিক মানববন্ধন। আমরা চাই একজন লেখক, একজন কবি মুক্তচিন্তায় তার মত প্রকাশ করুক, সমাজের জন্য তার শুভকাজ অব্যাহত থাকুক।