কলমাকান্দায় অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
কলমাকান্দা প্রতিনিধিঃ
কলমাকান্দায় উব্দাখালি নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ । তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের কেশবপুর গ্রামের কালীমন্দিরের সামনে উব্দাখালী নদী থেকে এ অজ্ঞাত মরদেহটিকে উদ্ধার করা হয়।
জান যায়, বুধবার সন্ধ্যায় উব্দাখালী নদীর পাড় থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। স্থানীয় বাসিন্দারা নদীর কিনারায় গিয়ে দেখতে পান, একটি মানুষের মরদেহ ভাসছে। তারা ধারণা করেন মরদেহটি বেশ কয়েকদিন আগের হবে, পরে পুলিশকে ৯৯৯ খবর দেওয়া হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে ।
মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটিকে নেত্রকোনা মর্গে প্রেরণ করা হবে।