কলমাকান্দায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোণার কলমাকান্দায় বুধবার ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কলমাকান্দা উপজেলা শাখার আয়োজনে ও নলছাপ্রা আদিবাসী শ্রমজীবি সমবায় সমিতি লিঃ বারসিক, বাগাছাস, বাহাছাস, গাসু, নলছাপ্রা উচ্চ বিদ্যালয় ও সিক্রেট হার্ট উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ নলছাপ্রা মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বুথুয়েল কুবি ও প্রধান অতিথি ছিলেন বালুচড়া ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত রেভা: ফাদার ইলিয়েন মাংসাং।
মূল আলোচক ছিলেন টিডব্লিউএ এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র জয়েন্ট সেক্রেটারী সুজিত মানখিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আদিবাসী নেতা বথুয়েল চিসিম, সুবোধ চন্দ্র হাজং, বিপুল জাম্বিল, গুঞ্জন রেমা ও কলমাকান্দা প্রেসক্লাবের সেক্রেটারী মো. ফখরুল আলম খসরু। সভায় বক্তাগণ আদিবাসীদের স্বীকৃতি প্রদান, মানবাধিকার ও আর্থিক দূরাবস্থা লাঘব সহ আদিবাসীদের আর্থ সামাজিক উন্নয়নে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান।
অনুষ্ঠানটি আলোচনা সভা, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।