কলমাকান্দায় আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস পালিত
কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
“শ্রমিক-মালিক ঐক্য গড়ি-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”
আন্তর্জাতিক মহান মে দিবস উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় কলমাকান্দা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
বোধবার (১লা মে) ১১টায় মহান মে দিবসের এ প্রতিপাদ্যের আলোকে শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে কলমাকান্দা উপজেলার ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলড়ী, কভার্টভ্যান, চালক ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের স্ব স্ব অবস্থান ও উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশাল র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা হলরুমে এসে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তাং, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক মোঃ হোসেন মিয়া, এবং উপজেলার ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলড়ী, কভার্টভ্যান, চালক ও নির্মাণ শ্রমিক ইউনিয়ন কমিটির সকল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।।