কলমাকান্দায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫

কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় প্রশাসন ও বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শুক্রবার (২১ শে ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত।

পরে উপজেলা বিএনপির আহবায়ক এমএ খায়ের নেতৃত্বে যুবদল সেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমীকদল, কৃষকদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের প্রথম প্রহর থেকে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ভরে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে ভাষা শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ ছাড়াও সূর্য উঠার সাথে সাথে উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কলমাকান্দা উপজেলা শাখা, কমিউনিষ্ট পার্টি, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা ফুলের তোড়া হাতে মৌন মিছিলে মিছিলে শহীদ মিনারে জড়ো হয়ে পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

শ্রদ্ধাঞ্জলির শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং ভাষা শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।