কলমাকান্দায় আশা’র তিন দিনব্যাপি ফিজিওথেরারি ক্যাম্প উদ্বোধন

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩

কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোণার কলমাকান্দায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা কলমাকান্দা অফিস মিলনায়তনে সোমবার তিন দিন ব্যাপি ফিজিওথেরাপি ক্যাম্প উদ্বোধন হয়েছে।

রিজিওনাল ম্যানেজার ফরমান উল্লাহর সভাপতিত্বে ও ব্রাঞ্চ ম্যানেজার আখতারুজ্জামান তালুকদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান।

অন্যান্যদের উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন, সিনিয়র ডিষ্ট্রিক ম্যানেজার আব্দুল আজিজ, ডা. তারিকুল ইসলাম শিপন, সহকারি ম্যানেজার নূর আহম্মদ ও কলমাকান্দা প্রেসক্লাব সেক্রেটারী মো. ফখরুল আলম খসরু। উল্লেখ্য বিভিন্ন পর্যায়ে ১৫০ জন রোগীকে প্রাথমিক ভাবে থেরাপি প্রধান করা হবে।