কলমাকান্দায় ইজিবাইকের চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে চলকের মৃত্যু

প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩
প্রতিকী ছবি

এ কে এম আব্দুল্লাহ্ঃ
চার্জ শেষে ইজিবাইক থেকে বৈদ্যুতিক সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে অপু মিয়া (২২) নামক এক চালকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে। মৃত অপু মিয়া চত্রংপুর গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে।

মৃতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, অপু মিয়া প্রতিদিনের মতো শুক্রবার রাতেও ঘরের একপাশে নিজের ইজিবাইকটি চার্জের জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে বসত ঘরে ঘুমিয়ে পড়ে। শনিবার ভোরে ঘুম থেকে উঠে ইজিবাইক থেকে চার্জের বৈদ্যুতিক সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয় অপু। তার চিৎকারে পরিবারের লোকজন তাৎক্ষণিক বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে অপুকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা হাসপাতালের চিকিৎসক ডাঃ সুমন পাল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই অপু মিয়ার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।