কলমাকান্দায় ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪

কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
কলমাকান্দায় চট্রগ্রামের আইনজীবী সাইফুল ইসলামকে হত্যাকারী ভারতের এজেন্ট জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ শে নভেম্বর) বিকেল ৩টায় কলমাকান্দা তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন, কলমাকান্দা উপজেলার হেফাজত ইসলামী,তৌহিদী জনতা উপজেলা শাখার সভাপতি সাধারণ সম্পাদকসহ আরও অনেকেই।

বক্তারা চট্রগ্রামের আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও ইসকন সংগঠন নিষিদ্ধের দাবী জানান।